পিছু হটেছে পুলিশ, মিছিলের পরিবর্তে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিএনপি

কাল থেকে নয়াপল্টনের কার্যালয় ঘিরে রাখা পুলিশের ব্যারিকেড অপেক্ষা করে বিক্ষোভ করছে বিএনপি। মিছিলের পরিবর্তে দলটির নেতাকর্মীরা কার্যালয়ে সামনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে বিক্ষোভ মিছিলের কথা ছিল। কিন্তু সকাল থেকেই নয়াপল্টনের প্রধান কার্যালয় ঘিরে রাখে পুলিশ। কার্যায়ের প্রবেশমুখে ব্যারিকেড দেয় পুলিশ। কয়েকজন মহিলা দলের নেতাকর্মী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়নি। 



দুপুরের দিকে একে একে কার্যালয়ে প্রবেশ করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেলসহ বেশ কয়েকন শীর্ষ নেতা। 

দুপুর পৌনে ২টার দিকে কার্যালয়ের ভেতর থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নেন হাবিব উন নবী খান সোহেল ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ কয়েকজন নেতাকর্মীরা। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা নেতাকর্মীরা স্লোগান ধরেন।



এরপরেই নয়াপল্টনের অলিগলিতে অবস্থান করা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, মহিলাদলসহ বিএনপি অঙ্গ ও সোহযোগী সংগঠেনের নেতাকর্মীরা মিছিল সহকারে নয়াপল্টনে যোগ দেন।



প্রথমে পুলিশ বাধা দেয়া চেষ্টা করলেও পরে সরে যায়। কয়েকটি বড় মিছিলও বাধা দেয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন। পরে কার্যালয়ের সামনে থেকে পুলিশ সরে গিয়ে হোটেল ভিক্টোরিয়ার সামনে অবস্থান নিয়েছে।
Thanks For You Reading The Post We are very happy for you to come to our site. Our Website Domain name https://newblog185.blogspot.com/.
Newer Posts Newer Posts Older Posts Older Posts

More posts