জনসংহতি সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১২তম জাতীয় সম্মেলন- ২০২০ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা শহরের পানখাইয়া পাড়া এলাকায় মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি বিমল কান্তি চাকমা মুর্ত'র সভাপতিত্বে সম্মেলনে যুব বিষয়ক সম্পাদক প্রণব চাকমা, রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভু রঞ্জন চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক কাকলি খীসা, হেডম্যান কার্বারী এসোশিয়েশ সভাপতি রনিক ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা, দীঘিনালা হেডম্যান ত্রিদিপ পোমাং প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন।

সম্মেলনে বক্তারা বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদার করার লক্ষ্যে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বৃহত্তর জাতিগত ঐক্য ছাড়া জুম্ম জাতির বেঁচে থাকার সুযোগ নেই। তাই সকলকে এক হয়ে চুক্তি বাস্তবায়নসহ সকল অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান তারা।  

এর আগে সকাল ১০টায় জেলা শহরের চেঙ্গী স্কয়ারে অবস্থিত এম এন লারমা ভাস্কর্যের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদের সামনে এসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কমিউনিটি সেন্টারে ১২ তম সম্মেলনের কার্যক্রম শুরু করেন।
Thanks For You Reading The Post We are very happy for you to come to our site. Our Website Domain name https://newblog185.blogspot.com/.
Newer Posts Newer Posts Older Posts Older Posts