জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফি থাকছেন কি থাকছেন না!
সাদা পোশাকের ক্রিকেট থেকে মাশরাফি বিন মুর্তজা আনুষ্ঠানিক বিদায় না নিলেও তাতে ‘ফুলস্টপ’ পড়েছে ২০০৯ সালে। টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২০১৭ সালে। বাকি থাকে শুধু ওয়ানডে ফরম্যাট। গতবছর ইংল্যান্ড বিশ্বকাপের পর এই ফরম্যাটেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করা হয়নি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের।
এদিকে, দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে টাইগাররা। তাই অডিআই নিয়েই সরব আলোচনা। তবে চমকের বিষয় হল- মাশরাফি বিন মুর্তজাকে নিয়েই আসন্ন জিম্বাবুয়ে সিরিজের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড!
আগামী শনিবার তিন ফরম্যাটের ক্রিকেটে অংশগ্রহণ করতে ঢাকায় পা রাখবে ক্রেইক আরভিনের নেতৃত্বাধীন দলটি।
এদিকে, বিসিবি সভাপতিই সরাসরি বলেছিলেন, মাশরাফি চাইলে বেশ ঘটা করেই মাঠ থেকে তার বিদায়ের ব্যবস্থা করবে বোর্ড। তবে নিজের অবসর ভাবনার কথা খোলাসা করেননি মাশরাফি। এখনো অধিনায়কের পদে বহাল আছেন তিনি।
বিশ্বকাপের পর কিছুদিন আগে শেষ হওয়া বিপিএলেও ধারাবাহিক ছিল না মাশরাফির পারফরম্যান্স। তবে আগামী মার্চের ১ তারিখ থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুযের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মাশরাফিকে রেখে্ পরিকল্পনা সাজাতে যাচ্ছে বোর্ড।
কিছুদিন আগে এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘এ জায়গাটা (জিম্বাবুয়ে সিরিজে মাশরাফির থাকা) নিয়ে আমরা এখনো চিন্তা করিনি। কারণ এখন টেস্ট চলছে। আপাতত টেস্ট নিয়ে চিন্তা করছি। টেস্ট ক্রিকেট শেষ হলেই এটা নিয়ে ভাববো।’
জানা গেছে, দুই-একদিনের মধ্যে মাশরাফির সঙ্গে কথা বলবেন নাজমুল হাসান পাপন।
ব্রেকিংনিউজ/অমৃ
এদিকে, দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে টাইগাররা। তাই অডিআই নিয়েই সরব আলোচনা। তবে চমকের বিষয় হল- মাশরাফি বিন মুর্তজাকে নিয়েই আসন্ন জিম্বাবুয়ে সিরিজের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড!
আগামী শনিবার তিন ফরম্যাটের ক্রিকেটে অংশগ্রহণ করতে ঢাকায় পা রাখবে ক্রেইক আরভিনের নেতৃত্বাধীন দলটি।
এদিকে, বিসিবি সভাপতিই সরাসরি বলেছিলেন, মাশরাফি চাইলে বেশ ঘটা করেই মাঠ থেকে তার বিদায়ের ব্যবস্থা করবে বোর্ড। তবে নিজের অবসর ভাবনার কথা খোলাসা করেননি মাশরাফি। এখনো অধিনায়কের পদে বহাল আছেন তিনি।
বিশ্বকাপের পর কিছুদিন আগে শেষ হওয়া বিপিএলেও ধারাবাহিক ছিল না মাশরাফির পারফরম্যান্স। তবে আগামী মার্চের ১ তারিখ থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুযের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মাশরাফিকে রেখে্ পরিকল্পনা সাজাতে যাচ্ছে বোর্ড।
কিছুদিন আগে এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘এ জায়গাটা (জিম্বাবুয়ে সিরিজে মাশরাফির থাকা) নিয়ে আমরা এখনো চিন্তা করিনি। কারণ এখন টেস্ট চলছে। আপাতত টেস্ট নিয়ে চিন্তা করছি। টেস্ট ক্রিকেট শেষ হলেই এটা নিয়ে ভাববো।’
জানা গেছে, দুই-একদিনের মধ্যে মাশরাফির সঙ্গে কথা বলবেন নাজমুল হাসান পাপন।
ব্রেকিংনিউজ/অমৃ
Thanks For You Reading The Post
We are very happy for you to come to our site. Our Website Domain name
https://newblog185.blogspot.com/.
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Main Page