রাস্তার ফুচকা বিক্রেতা এখন কোটি টাকার খেলোয়াড়!

যে ছেলেটা দু-বছর আগেও ফুচকা বিক্রি করেছে, তার কাছে কোটি টাকা দূরের কথা, লাখ টাকার স্বপ্ন দেখতেও দুঃসাহস লাগে। কিন্তু, ক্রিকেটকে ভালোবেসে, ক্রিকেট ঘিরে স্বপ্ন দেখে, আজ সেই যশস্বী জয়সওয়াল আক্ষরিক অর্থেই কোটিপতি। 

কলকাতায় আইপিএলের নিলামে প্রতিশ্রুতিমান এই ভারতীয় ক্রিকেটারকে ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনল রাজস্থান রয়্যালস। যশস্বী আইপিএলে দল পাওয়ায় উচ্ছ্বসিত কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালিক প্রীতি জিন্তা। 
প্রীতির ট্যুইট, 'দু-বছর আগে বাঁচার তাগিদে তাকে ফুচকা বিক্রি করতে হয়েছে। প্রতিশ্রুতিমান এই ক্রিকেটার বিক্রি হয়েছে ২.৪০ কোটি টাকায়। আইপিএল এমন এক মঞ্চ, যেখানে স্বপ্ন সত্যি হতে পারে!'

ভারতের যোগীরাজ্য উত্তরপ্রদেশের ভারোহিতে জন্ম যশস্বী জয়সওয়ালের। বাবার একটা ছোট্ট দোকান ছিল। কিন্তু ছোট থেকেই স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবেন। সেই স্বপ্ন সত্যি করার জন্য মাঠে রাত কাটিয়েছেন। বিক্রি করেছেন ফুচকা। বৃহস্পতিবার কলকাতায় আইপিএলের নিলামে সেই যশস্বী জয়সওয়ালই কোটিপতি হয়ে গেলেন।

ছোটবেলাতেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই পাড়ি দেন যশস্বী। থাকার জায়গা ছিল না। আজাদ ময়দানে মুসলিম ইউনাইটেড ক্লাবের মাঠকর্মীদের সঙ্গে তাঁবুতেই থাকতেন। শুতে হত মাটিতে। তাতে অবশ্য কোনও দুঃখ ছিল না। কিন্তু, এই 'সুখ'ও বেশিদিন সয়নি। মাঠকর্মীদের কোনওভাবে সাহায্য করতে পারেন না বলে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। অগত্যা কাঙ্ক্ষিত স্বপ্ন ছুঁতে নির্দ্বিধায় ফুচকা বিক্রি শুরু করেন।

যশস্বীর কথায়, 'দিনের বেলা খেলতাম। সন্ধ্যাবেলা ফুচকা বিক্রি করতাম। মোটামুটি চলে যেত। রামলীলা বা কোনও মেলা হলে তো ভালোই বিক্রি হত। খালি ইশ্বরের কাছে চাইতাম, আমার সঙ্গে যারা খেলে, তারা যেন না আসে। বন্ধুদের ফুচকা বানিয়ে দিতে কষ্ট হত। মনে হত ওরা আমাকে গরিব ভেবে করুণা করছে।'
Thanks For You Reading The Post We are very happy for you to come to our site. Our Website Domain name https://newblog185.blogspot.com/.
Newer Posts Newer Posts Older Posts Older Posts

More posts