যে কারণে পাকিস্তানের সিরিজ বাতিল করলো দক্ষিণ আফ্রিকা

আগামী মাসে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এরপরই পাকিস্তানে সিরিজ খেলার কথা ছিল প্রোটিয়াদের। কিন্তু মার্চের সম্ভাব্য সে সিরিজ আলোর মুখ দেখছে না। ব্যস্ততার কথা বলে সে প্রস্তাব বাতিল করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। 
 
এদিকে, পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিরাপদ প্রমাণ করতে ব্যাকুল হয়ে আছে তাদের ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার পর বাংলাদেশও দুই দফা ঘুরে এসেছে দেশটি। সে পথেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু ক্লান্তিকর সূচির কথা বলে রাজি হয়নি প্রোটিয়ারা
 
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘আগামী মাসে আমরা দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দিতে প্রস্তুত ছিলাম। কিন্তু ক্রিকেটারদের না পাঠানোর পেছনে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কারণকে আমরা সম্মান করি। সব ক্রিকেট বোর্ডের জন্যই ক্রিকেটারদের কাজের চাপ সামলে নেওয়া অবশ্যই প্রাধান্য পায়। আর এই দৃষ্টিকোণ থেকে এমন সিদ্ধান্ত বোধগম্য।’
 
তবে দক্ষিণ আফ্রিকা যে এখনো সিরিজটি খেলতে অনড় তাতেই খুশি পিসিবি, ‘আমরা সন্তুষ্ট যে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা যত তাড়াতাড়ি সম্ভব সিরিজটি পুনঃনির্ধারনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আছে। যেহেতু তারাও বেশ ভালোভাবে ইচ্ছুক এবং প্রতিশ্রুতিবদ্ধ ফলে দুই বোর্ডের এফটিপিতে(ফিউচার ট্যুর প্ল্যান) ফাঁকা সময় বের করে আমরা সিরিজটি আয়োজন করতে পারি।’
Thanks For You Reading The Post We are very happy for you to come to our site. Our Website Domain name https://newblog185.blogspot.com/.
Newer Posts Newer Posts Older Posts Older Posts

More posts